দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌরসভার বেবিস্ট্যান্ডের বটতলাস্থ তিন ভাই স্টোরের সামনে থেকে মঙ্গলবার(১৫ ডিসেম্বর) ভোরে ২০০লিটার চোলাই মদ সহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- পৌরসভার কান্দাপাড়া মুচিপট্টীর মৃত নন্দলাল রবিদাসের ছেলে পঞ্চম রবিদাস(৩৫) ও একই এলাকার অন্তু রবিদাসের ছেলে কৈলাস রবিদাস(৩৩)।
র্যাব-১২ জানায়, সিপিসি-৩ নম্বর কোম্পানীর কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী ও সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভার বেবিস্ট্যান্ড বটতলায় অভিযান চালায়।
এ সময় ৮টি প্লাটিকের জারে ২০০লিটার চোলাই মদ সহ পঞ্চম ও কৈলাসকে গ্রেপ্তার করা হয়।
https://youtu.be/NBaVy3jyMZQ
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা চোলাই মদের ব্যবসার সাথে জড়িত বলে সাক্ষীদের সামনে স্বীকার করেছে।
