দৃষ্টি নিউজ:

দুটি বিদেশি রিভলবার ও ১০ রাউন্ড গুলিসহ মো. শাহজাহান আলী প্রামানিক নামে এক ব্যক্তিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২) আটক করেছে। বুধবার(৫ ফেব্রæয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১২’র সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান এ তথ্য জানান।
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বুধবার ভোরে র্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন মুকন্দপুর গ্রামের অভিযান পরিচালনা করে মো. গোলাপ প্রামানিকের ছেলে মো. শাহজাহান আলী প্রামানিককে(৪৮) দুটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ডসহ আটক করে।
আটককৃত শাহজাহান আলী প্রামানিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে তা পাবনা জেলার বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেন।
