দৃষ্টি নিউজ:

শারদীয় দূর্গোৎসবের চতুর্থদিন সোমবার(৭ অক্টোবর) মহা-নবমী। চন্দ্রের নবমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা সোমবার মহা-নবমী কল্পারম্ভ ও বিহিত পূজা পালন করছেন।
টাঙ্গাইলের পূজারীরা মহা-নবমী কল্পারম্ভ ও বিহিত পূজায় অংশ নিতে সোমবার সকালে মণ্ডপে আসেন এবং পূজায় অংশ নেন। পূজা শেষে সকলের মঙ্গল কামনায় দেবী দুর্গার পায়ে পুষ্পাঞ্জলী প্রদান করেন। পরে প্রসাদ বিতরণ করা হয়।
https://youtu.be/_75n6SA_jKE
তথ্য মতে, রামায়ণ যুগের অবতার শ্রীরামচন্দ্র লঙ্কা অধিপতি রাবণ বধের পর নবমী তিথীতে দুর্গার পূজা করেছিলেন ১০৮টি নীলপদ্মে। তাই দুর্গোৎসবের মহা-নবমীতে ষোড়শ’ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হন দেবী দুর্গা।
