দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের গাছকুমুল্লী গ্রামের দেওয়ান বাড়ির আব্দুস সামাদ দেওয়ানের বাক প্রতিবন্ধী যুবতী ববি আক্তার গত বুধবার(৩০ অক্টোবর) বিকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে নিখোঁজ রয়েছেন। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ্য ও কথা বলতে পারেন না।
পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজাখোঁজি করে না পেয়ে দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি নং-৬৮, তারিখ-২/১১/২০২৪ইং) করা হয়েছে। হারানো মেয়েটির গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ২ইঞ্চি, বয়স ২৪ বছর। হারিয়ে যাওয়ার সময় কালো রঙের বোরকা পরিহিত ছিল।
কোন সহৃদয়বান ব্যক্তি বাকপ্রতিবন্ধী মেয়েটির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। মোবাইল-০১৭৩৬০৩২৬৩৯ (মা-রুবা বেগম) ও ০১৮৭৫৭১৬৩৫০ (মেয়ের ভাই)।