
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের দেলদুয়ারে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে চলতি মৌসুমের বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৬ মে) সকালে উপজেলার শানবাড়ি কলেজ মোড় এলাকায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় এমপি কম্বাইন্ড হারভেস্টার মেশিন চালিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করেন।
উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, কম্বাইন্ড হারভেস্টারের মালিক আব্দুর রাজ্জাক প্রমুখ।
