
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চার যুবক ব্যক্তি উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রাখা কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন।
বুধবার(১ এপ্রিল) দুপুরে স্থানীয় যুবক মজিবর, মেম্বার শাহীন, সজিব ও শাহীন ভুইয়া করোনা প্রতিরোধে গৃহবন্দি দুইশ’ পরিবারের মাঝে ওই সামগ্রী বিতরণ করেন।
https://youtu.be/O2QRJVX3tV8
দেলদুয়ার উপজেলার মঙ্গলহোর, পারিজাতপুর ও দশকিয়া এলাকার দরিদ্র কর্মহীন ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিরতণ করেন। বিতরণকালে স্থানীয় যুবসমাজ তাদের সহযোগিতা করে।
