দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানী বাজারে বুধবার(৬ ফেব্রুয়ারি) পূর্বরাতে মেসার্স ইসমাইল এণ্টারপ্রাইজের পাটের তৈরি বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের পাটের তৈরি বস্তা ভস্মিভূত হয়েছে। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি টীম আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানী বাজারে মেসার্স ইসমাইল এণ্টারপ্রাইজের পাটের তৈরি বস্তার গুদামে রাত ৩টার দিকে অগ্নিকান্ড ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে সারা গুদামে ছড়িয়ে মজুদকৃত পাটের তৈরি সমস্ত বস্তা পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মেসার্স ইসমাইল এণ্টারপ্রাইজের স্বত্বাধিকারি ব্যবসায়ী মো. নজরুল ইসলাম জানান, তার জমানো টাকা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেম। এখন তার আর কোন সম্বল রইল না। এ ব্যাপারে নজরুল ইসলাম দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
