দৃষ্টি নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ ফেব্রুয়ারি) দুপুরে দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ ওই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল-আলম শহীদ।
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি মো. ইউনুছ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন বালা, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাদল, জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, দেলদুয়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম এহসানুল হক সুমন।
