দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে স্থানীয় কৃষক-কিষানীরা মানববন্ধন ও র্যালি করেছে। বেসরকারি সংগঠন উবিনীগ ও নয়াকৃষি আন্দোলন বহুজাতিক কোম্পানী মনসান্তোর ‘বিষ ও বিকৃত বিটি বেগুন কৃষক চায় না’ প্রতিপাদ্যে ওই মানববন্ধন এবং র্যালির আয়োজন করে।
ওই মানববন্ধন এবং র্যালিতে চিনাখোলা, নান্দরিয়া, গজিয়াবাড়ি, গড়াসিন, হিংগানগর, মৌশাকাঠালিয়া, মুশুরিয়া, জাঙ্গালিয়া, আটিয়া, মামদপুর, বাবপুর, বিষ্ণপুর, নলশোধা গ্রামের নারী-পুরুষ, শিক্ষাথীসহ প্রায় ২৪৫জন উপস্থিত ছিলেন। এছাড়াও মানববন্ধনে উবিনীগ ঢাকা শ্যামলী কার্যালয়ের আ. জব্বার, টাঙ্গাইল কেন্দ্রের সমন্বয়ক রবিউল ইসলাম চন্নু এবং উবিনীগ টাঙ্গাইল কেন্দ্রের কর্মী ফাহিমা খাতুন লিজা, বরকত হোসেন, রওশন আকতার পাখি অংশগ্রহণ করেন।
এসময় কৃষকরা বলেন, আমরা নয়াকৃষির কৃষক আজ সমবেত হয়েছি বিষ কোম্পানীর বিরুদ্ধে। কারণ এই বিষে আজ আমাদের জমি, মাটি, ফসল সব বিষাক্ত করে তুলছে। দেশীয় বীজ হারিয়ে ফেলছি। আমাদের দেশীয় বীজ আমরা কারো হাতে দেব না। আপনারা এখানে যারা আছেন আমরা সবাই বিষ কোম্পানীর বিরুদ্ধে রুখে দাঁড়াই। সার ও বিষযুক্ত খাবার খেয়ে মানুষ নানান জটিল রোগে ভুগছে। বিটি বেগুন চাষ করলে দেশীয় বেগুনের বীজ হারিয়ে যাবে স্বাস্থ্যের ক্ষতি হবে। আমরা নিরাপদ খাবার চাই। মনসান্তো কোম্পানীর বিচার চাই। স্বাস্থ্য, পরিবেশ নষ্ট করে এমন বীজ চাই না। কোম্পানীর বিষ দিয়ে মাটির স্বাস্থ্য নষ্ট হতে দেব না। আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের দেশীয় জাতের বেগুন রক্ষা করব।
উবিনীগ টাঙ্গাইল কেন্দ্রের সমন্বয়ক রবিউল ইসলাম রবিউল ইসলাম বলেন মনসান্তো বহুজাতিক কোম্পানী মানবতার বিরুদ্ধে অপরাধ করছে । এই অপরাধের বিচার জরুরি। ওই কোম্পানী কৃষি ব্যবস্থাকে জিম্মি করে ফেলছে। এই বিকৃত বীজ, বিটি বেগুন আমাদের পরিবেশ ধ্বংস করছে। কৃষকের অধিকার হরণ, মাটি ও পরিবেশ নষ্ট করবে এমন বীজ আমরা চাই না। বক্তব্য শেষে র্যালিটি ছিলিমপুর বাজার হয়ে ছিলিমপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।