দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের টেউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার(৫ আগস্ট) লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ড্রিস্ট্রিক্ট ৩১৫ এ-২ এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবন, চিড়া, গুড়, স্যালাইন ইত্যাদি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বিশেষ অতিথি ছিলেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ড্রিস্ট্রিক্ট ৩১৫ এ-২ এর ড্রিস্ট্রিক্ট গভর্ণর ও সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান লায়ন ড. শরিফুল ইসলাম রিপন পিএমজেএফ, প্রথম ভাইস ড্রিস্ট্রিক্ট গভর্ণর লায়ন হাবিবা হাসান পিএমজেএফ, দ্বিতীয় ভাইস ড্রিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন মুক্তার হোসেন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন সৈয়দ শাহ নাজমুল হক রিপন, পাস্ট ড্রিস্ট্রিক্ট গভর্ণর লায়ন এমএ হাসান পিএমজেএফ। অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন আলহাজ্ব এম শিবলী সাদিক এমজেএফ। অনুষ্ঠানে টাঙ্গাইলের ৫টি লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।