দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নামকস্থানে মঙ্গলবার(৩ অক্টোবর) বিকালে মাইক্রোবাস ও বাসের মধ্যে সংঘর্ষে মিরাজ হোসেন মিরু(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহত মিরাজ হোসেন মিরু দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের হেরন্ডপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি মহাসড়কের নাটিয়াপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আরোহী মিরাজ হোসেন মিরু ঘটনাস্থলেই নিহত ও তার অপর দুই বন্ধু আনিস ও রঞ্জু আহত হন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।