আজ- বুধবার | ৬ নভেম্বর, ২০২৪
২১ কার্তিক, ১৪৩১ | রাত ১১:২৯
৬ নভেম্বর, ২০২৪
২১ কার্তিক, ১৪৩১
৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক, ১৪৩১

দেশ বরেন্য প্রবীণ সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন চিরনিদ্রায় শায়িত

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন(৭৮) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে মুহম্মদ আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম ও মো. আবুল বাসার মজুমদার।


গণমাধ্যমে সুপরিচিত বরেন্য এই প্রবীণ সাংবাদিক নেতার নামাজে জানাজা মঙ্গলবার (১৫ অক্টোবর) বাদ যোহর মুগদা মায়াকাননে সংস্থার প্রধান কার্যালয় সংলগ্ন ঝিলপাড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে তার নিজ এলাকা বাকেরগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।


জানাগেছে, দু’দিন আগে মুহম্মদ আলতাফ হোসেন স্বাভাবিক অবস্থায় শারীরিক ভাবে অসুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। এর কিছুক্ষন পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়।


মুহম্মদ আলতাফ হোসেন প্রথম জীবনে দৈনিক ইনকিলাব, দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্রিকা অফিসে চাকুরি করেন। পরবর্তীতে তিনি চাকরির পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন প্রবন্ধ, ছোট গল্প, কবিতা লেখালেখির সাথে কিছু পত্রিকা সম্পাদনা করেন। তার নিজ হাতে গড়া জাতীয় পাক্ষিক ‘সমতল’ পত্রিকা নিয়মিত প্রকাশ হচ্ছে।


তিনি, সাংবাদিক জগতে আত্মতুষ্টি ও সাংবাদিকদের জন্য ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করেন জাতীয় সাংবাদিক সংস্থা। যার প্রতিটি শাখা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের কয়েকটি দেশে বিদ্যমান। শেষ জীবনঅব্দি তিনি সংগঠনটিকে নিজ সন্তানের মতো ভালোবেসে গেছেন। সৃষ্টি করে গেছেন হাজার হাজার সাংবাদিক নেতাকর্মী।


তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার হাজার হাজার নেতাকর্মীসহ দেশের বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তিনি স্ত্রী, ২ পুত্র, কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়