দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে রোববার(১০ জানুয়ারি) অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলর দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন- কালিহাতী উপজেলার ভাবলা মধ্যপাড়া গ্রামের জামাল সরকারের ছেলে শরীফ সরকার (২৩) ও কুচুটি গ্রামের আব্দুস সামাদের মেয়ে মোছা. সাবিনা (২৪)।
স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু সেতু এলাকায় তিন বন্ধু মোটরসাইকেলে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে অরোহীরা রাস্তায় পড়ে যান।
এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। অন্যজন আহত হয়েছেন।
গুরুতর আহতাবস্থায় ভাবলা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মো. আশরাফ আলীকে(২৩) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ওই তিনজন সেতু এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। তারা রাস্তায় পড়ে যান। এ সময় একটি দ্রুত গতির গাড়ি তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শরীফ ও সাবিনা নিহত হন। চালক আশরাফ আহত হন।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, আশরাফকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
