আজ- বুধবার | ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১ | বিকাল ৩:১৯
১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১
১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র, ১৪৩১

ধনবাড়ীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ধনবাড়ী প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের কদমতলী বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ঝটিকা মোটরসাইকেল শোডাউনের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। বুধবার (৫ মার্চ) বিকালে ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে কদমতলী-ধনবাড়ী-কেন্দুয়া সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

সমাবেশে বক্তব্য রাখেন- বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন (তাঁরা মিলিটারি), সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ হোসেন(মেম্বার), ইউনিয়ন যুবদলের নেতা মাহমুদুল কবীর পলাশ প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

বক্তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মোটরসাইকেল শোডাউনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা গত মঙ্গলবার(৪ মার্চ) বীরতারা ইউনিয়নের হঠাৎ মোটরসাইকেল শোডাউন দেয়। তারা ছাত্রলীগ নেতা আখতারুজ্জামান শুভ, শাকিল রানা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করেন।

 

 

 

 

 

 

 

এসময় বীরতারা ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাক ছুতু, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদ আলম শামীম, ২নং ওয়ার্ড বিএনপির সম্পাদক মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ইউনিয়ন যুবদলের নেতা ফজলুল হক, আব্দুল হাই ফটিক, সোহেল তালুকদার, সাগর, মিলন আহম্মেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়