আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৪:০০
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

ধনবাড়ীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হীরার গণমিছিল

সৈয়দ সাজন আহমাদ রাজু:


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য হারুনার রশিদ হীরার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ ফেব্রুয়ারি) ধনবাড়ী উপজেলার আ’লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকমী, ব্যবসায়ী সহ উপজেলার সর্বস্তরের সাধারণ জনসাধারণ ওই মিছিলে অংশ নিয়ে হীরাকে দলীয় মনোনয়ন দেয়ার স্লোগান দেয়।
মিছিলটি ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ কার্যলয় থেকে শহরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে হারুনার রশিদ হীরা বলেন, উপজেলাবাসীর জনমত নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি, আমাকে নৌকা মার্কার মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ধনবাড়ীর জনগনের বিপদ-আপদে পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন২০৪১ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাব।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান তালুকদার, তোফাজ্জল হোসেন, আওয়ামী যুবলীগ নেতা মনিরুজ্জান বকুল, ছাত্রলীগ নেতা মশিউজ্জামান মিণ্টু, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বীরতারা ইউপি চেয়ারম্যান শফি, ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা রাজীব ভদ্র অপু, হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন বিদ্যুত সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়