দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ধনবাড়ীতে গাঁজাসহ আবু হানিফ ওরফে হানি (৫৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(১৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার পঞ্চাশী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পঞ্চাশী গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে হানিফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে চারটি দামী লাগেজ ও একটি বস্তার ভেতর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এ ব্যাপারে সোমবার(১৭ এপ্রিল) সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
