আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৩:১৫

ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।


নিহতরা হচ্ছেন- ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও একই উপজেলার উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন।


ধনবনাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইদ্রিস আলী জানান, শুক্রবার সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে জামালপুর থেকে ছেড়ে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় পৌঁছলে মধুপুর থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। এসময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।


তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno