
ধনবাড়ী সংবাদদাতা:
টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা ভাইরাসের মধ্যে সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় পাঁচটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(৩০ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা খানম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ধনবাড়ী বাজারের সিনহা ইলেট্রনিক্সকে ১৫ হাজার টাকা এবং বাজারের চার দোকানীর মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তারা ভুক্তা অধিকার সংরক্ষণ আইন ও সরকারি নির্দেশনা অমান্য করছিল।
https://youtu.be/RwujWhZTX6s
এসময় ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন সহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
