দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাজার এলাকা থেকে শুক্রবার(২ জুন) অসামজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ শামসুল আলম তালুকদার বাবুল নামে এক ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক শামসুল আলম তালুকদার বাবুল বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বামী বিদেশে থাকায় ওই নারীর সঙ্গে চেয়ারম্যান বাবুলের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। চেয়ারম্যান ওই বাড়িতে নিয়মিত যাওয়া আসা করেন। শুক্রবার ভোরে স্থানীয়রা তাদের হাতেনাতে অাটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই প্রবাসীর স্ত্রীসহ চেয়ারম্যানকে থানায় নিয়ে যায়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, খবর পেয়ে চেয়ারম্যানসহ ওই নারীকে থানায় আনা হয়। কিন্তু এ বিষয়ে ওই নারী কোন অভিযোগ না করায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।