ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সোমবার(৭ অক্টোবর) বিকালে হিরো মোটরসাইকেলের একমাত্র ডিলার মেসার্স প্রবাসী মটরস্ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অনুষ্ঠান উদ্বোধন করেন।
ধনবাড়ী বাসস্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক লিমিটেডের ধনবাড়ী উপজেলার পাইস্কা শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল, নিলয় মটরস্ লিমিটেডের(হিরো) ঢাকা-২ এর রিজিওনাল ম্যানেজার বিশ্বজীত ভট্টাচার্য্য, মেসার্স প্রবাসী মটরস্ এর স্বত্ত্বাধিকারী মো. খোকনুজ্জামান, নিলয় মটরস্ ঢাকা-২ এর টেরিটরি ম্যানেজার মো. হেলাল হোসাইন, টেরিটরি ম্যানেজার(সেলস্) মো. রাজু আহমেদ, প্রবাসী সমবায় সমিতির সভাপতি মীর শাকিল আহামেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইদ্রিস হোসাইন।
