ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার রূপশান্তি এলাকায় বুধবার(১৯ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে স্থানীয় এমএস ট্রেডার্স প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, পৌরসভার এমএস ট্রেডার্স প্লাস্টিক সুতলী তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে।
https://youtu.be/1IJBzsq1Xl8
আগুনে কারখানার ভেতরে থাকা সব ধরণের প্লাস্টিকের কাঁচামাল পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযাবে। অগ্নিকাণ্ডে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি।
