দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মনিরুজ্জামানের বকলের নির্বাচনী অফিসে ভাংচুর ও হামালার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
আহতদের মধ্যে দুই জন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শনিবার(৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধনবাড়ী পৌর শহরের কৃষ্ণতলা ও নিজবর্ণি এলাকায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকলের দুটি নির্বাচনী অফিসে প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা হামলা ও ভাংচুর করে।
এ সময় তারা অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে ও পোস্টার ছিড়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আহত হয় অন্তত ৬ জন। তাদের মধ্যে দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মনিরুজ্জামান বকল জানান, নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের কর্মী-সমর্থক যুবলীগের নেতা রিপন ও পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনীরা এ হামলা করে।
ধনবাড়ী পৌর শহরের মধ্যে একটি ও নিজবর্নি এলাকার একটি নির্বাচনী অফিস ভাংচুর করে এবং পোস্টারে আগুন ধরিয়ে দেয়। এসময় তার কর্মী-সমর্থকদেরকে মারপিট করে।
এক জনের মাথা ফাটিয়েছে, আরও ৪-৫ জনকে আহত করেছে। তাদেরকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠ নির্বাচনের দাবি করেন।
এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) চান মিয়া জানান, দুই পক্ষই ক্ষমতাসীন হওয়ায় নেতাকর্মীরা প্রভাব বিস্তার করতে চায়।
প্রভাব বিস্তার নিয়ে রাতে দুইপক্ষই সংঘর্ষে জড়ায়। এ সময় আওয়ামীলীগেরও ৪ নেতাকর্মী আহত হয়েছে বলেও তিনি জানান।
