দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামীকাল মঙ্গলবার (১৬ মে) অনুষ্ঠিত হবে। এ উপজেলায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারই বেশি। সেজন্য এ নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করবেন মহিলা ভোটাররা।
সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, ধনবাড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪০ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পুুরুষ ভোটার ৬৯ হাজার ১১৬ জন এবং মহিলা ভোটার ৭১ হাজার ৬৪৯ জন। অর্থাৎ পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ২ হাজার ৫৩৩ জন বেশি। এ উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৪৯টি।
এ উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসিয়া হাসান আলী মহিলা কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল (নৌকা) এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম স্বপন (ধানের শীষ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করলেও বিএনপি প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করেছেন। বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম স্বপন সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করে জানান, তিনি বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনার ও প্রশাসনকে জানিয়েছেন। তার মতে, সুষ্ঠু নির্বাচন হলে তিনিই বিজয়ী হবেন।
আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম বেলাল জানান, তিনি বিজয়ের ব্যপারে শতভাগ আশাবাদী। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এদিকে, বিএনপির অভিযোগ প্রসঙ্গে জেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ নির্বাচনে কারচুপির কোন আশংকা নেই। নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
