ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে শনিবার(১৪ ডিসেম্বর) ভূমিহীন সমিতির ২১তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে আঞ্চলিক সমন্বয়ক আমজান হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভূমিহীন সমিতির কেন্দ্রীয় নেতা রেজানুর রহমান রোজ, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বেলাল, জাতীয় পার্টির সভাপতি জীবন মাহমুদ শক্তি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধনবাড়ী শাখার সভাপতি মো. শহীদুল্লাহ, জেলা ভূমিহীন নেতা আবু সাঈদ, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনসার আলী, সাংবাদিক এসএম শহীদ, মধুপুর আঞ্চলিক সমন্বয়ক অসীম ঘোষ, মীমার পরিচালক নাসরিন সুলতানা প্রমুখ।
সম্মেলনে ভূমিহীন সমিতির ধনবাড়ী উপজেলা শাখার মো. কছিম উদ্দিনকে সভাপতি এবং মো. শামসুল হাককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ভূমিহীন সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।
শেষে কয়ড়া ভূমিহীন সমিতির ‘বাঁচার লড়াই’ নামে একটি নাটক মঞ্চায়ন করা হয়।
