ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৭৪ সালের ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ নভেম্বর) পাইস্কা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা নুরুল ইসলাম। আলহাজ মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল, শামছুদ্দিন বাদশা, আ. মান্নান, ইদ্রিস আলী, মো. মোশারফ হোসেন, হাবিবুর রহমান, আতিকুর রহমান, আ. মজিদ, আ. হক, আ. হামিদ ফকির, আ. সামাদ, আ. রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচবি কলেজের সাবেক প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ পিন্টু।
পুনর্মিলনী অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়। এ সময় একে অপরের স্কুল ও কর্ম জীবনের নানা দিক তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন।
