দৃষ্টি নিউজ:

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামের ৩০০পরিবারকে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। শুক্রবার(১ নভেম্বর) বিকালে ধানগড়া বাংলা বাজারে শুভ বিদ্যুতায়নের উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনছার আলী বিকম, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রাম শংকর রায়।
https://youtu.be/eoYi4K4iB9U
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
