দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সাংবাদিক সমাজ আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার(৩০ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
https://youtu.be/m4OPoJWPbaI
এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, যুগ্ম-সম্পাদক জে সাহা জয়, ক্রীড়া সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।
বক্তারা সুবর্ণা আক্তার নদী হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ একতাবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।