দৃষ্টি নিউজ:
পর পর দুই বার স্থগিত হওয়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ জুলাই) ওই ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। সকালের দিকে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতিক নিয়ে ছয় হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে আবুবকর সিদ্দিক পান চার হাজার ৮৯২ ভোট।
অপরদিকে, লাঙ্গল প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পেয়েছেন চার হাজার ২৯ ভোট ও ধানের শীষ নিয়ে মনিরুজ্জামান লিটন পেয়েছেন এক হাজার ১৩৯ ভোট।