আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ১০:৪০
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

নাগরপুরের ভারড়া ইউপি নির্বাচন আবার স্থগিত

দৃষ্টি নিউজ:

dr-up--1
টাঙ্গাইলের নাগরপুর ভারড়া ইউপি নির্বাচন অনুষ্ঠানের ঠিক আগ মুহুর্তে আবার তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ভারড়া ইউপির বর্তমান চেয়ারম্যান রমজান আলী সীমানা সংক্রান্ত বিষয়ে হাইকোটে রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বেলা ১১টার দিকে এ নির্বাচন স্থগিত করা হয়। এ নিয়ে দুইবার নির্বাচন স্থগিত করল হাইকোর্ট। নির্বাচন স্থগিত সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন অফিসে পৌঁছলে নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার(২৩ মে) এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করছিলাম। আমরা মালামাল বিতরণ করব এ মুহুর্তে জানতে পারি হাইকোর্ট তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেছে। তখনই আমরা নির্বাচনের সকল কার্যকম স্থগিত করে দেই।
এর আগে গত বছরের ২৩ মার্চ অন্যন্য ইউপি নির্বাচনের সাথে এই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ছিল। কিন্তু একজন প্রার্থী সীমানা পুনঃনির্ধারণের জন্য হাইকোর্টে আবেদন করলে আদালত সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন কারার ঘোষণা দেয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়