
নাগরপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ এপ্রিল) সকালে পাকুটিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রস্তাবিত সম্ভাব্য এ বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. ইদ্র্রিস আলী, সিনিয়র শিক্ষক শাহজাহান সিরাজ, ডা. নায়েব আলী, মো. ফারুক আহমেদ, স¤্রাট মন্ডল প্রমুখ।
বাজেটে সম্ভাব্য মোট আয় দুই কোটি ৮৬ লাখ ২৫ হাজার ২৩০ টাকা ও দুই কোটি ৮৬ লাখ পাঁচ হাজার ৪৩০ টাকা ব্যয় ধরা হয়েছে।
