আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৩:২৩
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ীর দুই ঘাটলা পুকুরে উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নাগরপুর নজরুল সেনা অঅয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

 

 

 

 

 

 

নজরুল সেনার সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান খান লিটনের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন, বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়ানুরাগী মো. খন্দকার নুরুল মোমেন কায়েস(কোমল)।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নজরুল সেনার সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান সোহেল।

 

 

 

 

 

 

 

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী প্রমুখ।

 

 

 

 

 

 

 

প্রধান অতিথি বলেন, খেলাধুলা শুধু আনন্দই নয়, তরুণদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়তা করে। প্রশাসন সবসময় ইতিবাচক ক্রীড়া আয়োজনের পাশে আছে এবং থাকবে।

 

 

 

 

 

 

 

প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চৌধুরীবাড়ী পুকুরের তীরে দর্শনার্থীদের উপচে পড়া দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। খেলাধুলার চর্চা বাড়াতে ও স্থানীয় প্রতিভাবান সাঁতারুদের প্রতিভা তুলে ধরতে প্রতিবছরই এ আয়োজন করা হবে।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়