দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের নাগরপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে প্রক্সি দিতে গিয়ে সুজন(১৮) নামে এক যুবককে শ্রীঘরে পাঠিয়েছে উপজেলা প্রশাসন। রোববার(২ এপ্রিল) দুপুরে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, নাগরপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী উপজেলার দুয়াজানী গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে মো. ফরিদ হোসেনের বদলি পরীক্ষা দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ ইলাহীর হাতে ধরা পড়েন ভুয়া পরীক্ষার্থী সুজন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ডাদেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কান্তি চক্রবর্তী এ দন্ডাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ ইলাহী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাগরপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও দুয়াজানী গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে মো. ফরিদ হোসেনের পরীক্ষা একই উপজেলার কলিয়া গ্রামের বাছেদ মিয়ার ছেলে ফরিদ হোসেন ওরফে সুজন নামে এক যুবক বদলি পরীক্ষা দিতে যায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে পরীক্ষারত অবস্থায় ফরিদ হোসেন ওরফে সুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডাদেশ দিয়ে জেল-হাজতে পাঠানো হয়।