
নাগরপুর সংবাদদাতা:
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে টাঙ্গাইলের নাগরপুরে কুলি, দিনমজুর, চা দোকনী, সিএনজি ও অটোরিকশা শ্রমিক সহ শ্রমিক শ্রেণির কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর অনুদান এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মঙ্গলবার(৩১ মার্চ) দিনভর উপজেলার গয়হাটা, ভারড়া, বাটরা, সহবতপুর বাজারের কর্মহীন দিনমজুর, চা-দোকানী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, সিএনজি শ্রমিক, অটোরিকশা শ্রমিকদের কয়েকশ’ দরিদ্র পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি তেল, একটি সাবান বিতরন করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা মো. রাজিব আহম্মেদ রাজু প্রমুখ।
