আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | বিকাল ৪:৪৩
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

নাগরপুরে জনসমাগম রুখতে হাট ইজারাদাররের জরিমানা

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে জনসমাগম রুখতে সেনাবাহিনীর সহায়তায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার পানান হাটের ইজারাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।

জানা যায়, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে বঙ্গবন্ধু সেনানিবাসের সেনাসদস্য ও থানা পুলিশ উপজেলার তেবাড়িয়া, নাগরপুর সদর, সহবতপুর ইউনিয়নে গিয়ে জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেন।

এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, সরকারি নির্দেশনা মেনে চলা, দোকানে কেনাকাটার সময় নূন্যতম তিন ফুট দুরত্ব বজায় রাখা ইত্যাদি নানা বিষয়ে সতর্ক করেন।

সাপ্তাহিক হাট বন্ধের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও পানান, তেবাড়িয়া ও খোরশেদ মার্কেটে সাপ্তাহিক হাট চালু থাকায় তৎক্ষণাৎ তা বন্ধ করে দেন। এ সময় পানান হাটের ইজারাদারকে দন্ডবিধির ২৬৯ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়