
নাগরপুর সংবাদদাতা:
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন সহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
