
নাগরপুর সংবাদদাতা:
টাঙ্গাইল জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ সদস্য হামীম কায়েস বিপ্লবের তত্ত্বাবধায়নে নাগরপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার সহবতপুর ও ভারড়া ইউনিয়নের ১২০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু ও শাহিনুর রহমান শাহীন ওই খাদ্য সামগ্রী পৌছে দেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, তেল, পেঁয়াজ ও করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক।
খাদ্য বিতরণ কাজে সহযোগিতা করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রাম প্রসাদ সাহা, মো. সিরাজুল ইসলাম, মো. দুলাল মিয়া, সহবতপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক উজ্জ্বল সরকার, যুগ্ম-আহ্বায়ক বাবুল হোসেন, ভারড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গোবিন্দ সূত্রধর, যুগ্ম-আহ্বায়ক মো. মজিবর মিয়া, সাব্বির হোসেন, শহীদুল হোসেন, মশিউর রহমান রুবেল প্রমুখ।
