আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১:০৬
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

নাগরপুরে ননএমপিও শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে ননএমপিও স্কুল ও কলেজের ৬৯ জন শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার তিন লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রণোদনার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

জানা যায়, প্রতি শিক্ষক পাঁচ হাজার ও প্রত্যেক কর্মচারী দুই হাজার ৫০০ টাকার প্রণোদনার চেক পেয়েছেন।

করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেকার হয়ে পড়েন। প্রণোদনার এ টাকা কিছুটা হলেও তাদের সংসারে স্বস্তি নিয়ে আসবে।

প্রণোদনা পাওয়া মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মালেকা ইয়াসমীন প্রণোদনার চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

https://youtu.be/XZyfJMMAAy0

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক উপজেলার ননএমপিও স্কুল-কলেজের ৬৯ জন শিক্ষক-কর্মচারীর মাঝে বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা পেয়ে নন এমপিও শিক্ষক কর্মচারীদের উপকৃত হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়