নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১১৫ টি পূজা মন্ডপের পূজারীদের মাঝে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত সাধারণ সহায়তার (জিআর) চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে চাল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন
মোল্লা, স্থানীয় সাংসদের একান্ত সচিব ইমু হোসেন, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মীকান্ত সাহা, যুগ্ম-আহ্বায়ক রামেন্দ্র সুন্দর বোস, শম্ভুনাথ সাহা, স্বপন কুমার সাহা প্রমুখ।
