নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসি গ্রামের জুলু মিয়ার ছেলে মিনহাজ(১৩) বজ্রপাতে নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হাশেম।
জানা যায়, বৃহস্পতিবার( ১ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছিল। এর মধ্যে মিনহাজ মাছ ধরতে শুনসি বিলে যায়।
কিছুক্ষন পর একই এলাকার জালালের ছেলে সিফাত বিলে গিয়ে মিনহাজের নৌকা খালি অবস্থায় ভাসতে দেখে বাড়িতে এসে মিনহাজের পরিবারকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা বিলের পানিতে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, মাছ ধরার কোন এক সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
