আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১২:১৩
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

নাগরপুরে বন্যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় দফা বন্যায় গণমানুষের জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানির স্রোতে উপজেলার কাচাঁপাকা অধিকাংশ রাস্তা ভেঙে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

ইতোমধ্যে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন পয়েণ্টে বন্যার পানি ওঠে মানিকগঞ্জ হয়ে ঢাকার সাথে নাগরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধের উপক্রম হয়েছে।

এছাড়া ঢাকার সাথে যোগাযোগের নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কেও বিভিন্ন পয়েণ্টে বন্যার পানি ওঠে যোগাযোগে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

টানা এক মাসের বন্যায় নাগরপুরের সার্বিক যোগাযোগ ব্যবস্থা এক প্রকার ভেঙে পড়েছে। উপজেলার ১১ ইউনিয়নে পানির স্রোতে কাঁচা-পাকা রাস্তা, ব্রিজ-কালভার্ট ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পানির স্রোতে ভেঙে গেছে উপজেলার গয়হাটা-সিংজোড়া সড়কের সেতু। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে সিংজোড়া সহ আশপাশের ৪ গ্রামের সঙ্গে নাগরপুরের যোগাযোগ ব্যবস্থা।

পানিতে ডুবে থাকায় ও রাস্তা-ব্রিজ বিধ্বস্ত হওয়ায়, নাগরপুর-সহবতপুর, নাগরপুর-চৌহালী, নাগরপুর- সলিমাবাদসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা।

খাদ্য ও বিশুদ্ধ পানি সঙ্কটের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় কোরবানির ঈদের কেনাকাটার জন্যও মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গরুর খামারিরা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তারা গরু-ছাগল কোরবানির হাটে সহসা নিয়ে যেতে পারছেন না।

গরু ভর্তি ট্রাক সড়কের ভাঙা অংশে ফেঁসে যাচ্ছে। টানা বৃষ্টি ও বন্যার পানিতে ডুবে থাকায় এ উপজেলার তিন লাখ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বন্যার পানিতে ডুবে প্রায় ৪০ কিলোমিটার রাস্তা বিধ্বস্ত হয়েছে, একটি ব্রিজ ভেঙে গেছে, তিনটি ব্রিজ ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

https://youtu.be/HIDcpuVu6rY

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, বন্যায় দুর্গত এলাকার গ্রামীণ জনপদের ১০০কিলোমিটার কাঁচা-পাকা রাস্তা, ২৩টি ব্রিজ-কালভার্ট ও প্রায় দুই কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়