নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ কে বরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বাহারি রঙের কার্টুন, ফেস্টুন ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা উৎসাহের সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশন করে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মমিন, নির্বাচন অফিসার মো. আল নোমান, মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ছালাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি (বিআরডিবি চেয়ারম্যান) আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি,
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।