দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নে বন্যা দুর্গত অসহায় মানুষেদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।[vsw id=”pEOrEvLY3fM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
শনিবার(২৬ আগস্ট) দুপুরে বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেনের নেতৃত্বে বন্যা কবলিত অসহায় এক হাজার পরিবারের মাঝে চাল ২০কেজি, আলু ৫ কেজি, দুইকেজি ডাল, সয়াবিন তেল দুই লিটার, কাপড়, এক কেজি লবন, দুইটি সাবান, মোমবাতি, ম্যাচ, ওষুধ, খাবার স্যালাইনসহ নানাবিধ পণ্য বিতরন করা হয়।