দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের নাগরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাল্য বিয়ে নিরোধ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার(১২ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার(ভারপ্রাপ্ত) শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে আলোচনার সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াসমিন আক্তার জোৎনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতি প্রমুখ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, একাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।