আজ- শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১ | সকাল ৬:১৭
২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১
২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বারপুষিয়া গ্রামে বাঁশ কাটতে গিয়ে মঙ্গলবার(৩ অক্টোবর) সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. আব্দুল হক (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হক ওই গ্রামের মো. শীতল ব্যাপারীর ছেলে এবং ক্ষুদে কাপড় ব্যবসায়ী।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুল হক নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
নিহত আব্দুল হকের জামাতা মো. বাবুল মিয়া জানান, তার শশুর আব্দুল হক মঙ্গলবার সকাল আটটার দিকে বাড়ির বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে য়ান। এ সময় তিনি একটি বাঁশ সহ বৈদ্যুতিক তারে (বিতরন লাইন) জড়িয়ে পড়েন। বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রবিউল ইসলাম জানান, বিদ্যুৎ লাইনের উপর বাঁশ পড়ে আছে এ রকম কোন অভিযোগ তাদের কাছে আসে নাই। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে বাঁশ কাটতে গিয়েই আব্দুল হক দূর্ঘটনার শিকার হয়েছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়