আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১:৩১
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

নাগরপুরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কগুলোতে হাঁটু পানি জমে জনসাধারণের চলাচলে চরম বিঘ্ন ঘটছে।

পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা দূর করা সম্ভব হচ্ছেনা।

নাগরপুর শহরের কলেজ রোড, বটতলা-তালতলা সড়ক, কাচাঁ বাজার, নাগরপুর-শাহজানী সড়কের বটতলা থেকে দেলু মিয়ার ব্রিজ সহ বিভিন্ন স্পটে সামান্য বৃষ্টি হলেই হাটু পানি জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের চলাচল ছাড়াও যানবহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে।

করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। বিশেষ করে বটতলা থেকে দেলু মিয়ার ব্রিজ পর্যন্ত রাস্তার উপর বৃষ্টির পানি জমে রীতিমত দুর্গন্ধ ছড়াচ্ছে।

তালতলা যাওয়ার রাস্তাটি পুরো বর্ষা মওসুম পানিতে কর্দমাক্ত থাকে। উপজেলা শহরে বসবাসকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে উপজেলা সদরের বাসিন্দারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

https://youtu.be/ulrNJsgQnlE

কিছু জায়গায় পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হলেও তা ময়লা আবর্জনায় অনেক সময়ই আটকে থাকে। নিয়মিতভাবে পরিষ্কার করার উদ্যোগ না থাকার কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী দাবি, জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হোক।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়