নাগরপুর সংবাদদাতা:

‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের নাগরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন, টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তারিন মসরুর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস।
এছাড়া সেমিনারে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক, পেশাজীবী ও কৃষিজীবী প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
