নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার চার হাজার ৫০০ মিটার কারেন্টজাল ধংস করেছে ভ্রাম্যমান আদালত।
মা ইলিশ সংরক্ষণের লক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর থেকে আজিমুদ্দিন মোড়, খগেনঘাট, কুকুরিয়া, ভূতের মোড়, কাঁঠালবাড়ি বাজার, দপ্তিয়র সহ যমুনা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে গেলেও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়।
নাগরপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুর ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে প্রায় চার হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়- যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরে জব্দকৃত কারেন্ট জাল নদীর তীরে এনে বিনষ্ট করা হয়।
নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল পাশা, টাঙ্গাইলের র্যাব-১২’র ডিএডি নাজিমুদ্দিন, নাগরপুর থানার এএসআই আনিসুজ্জামান, আফজাল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
