
নাগরপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন যাদুশিল্পী আইয়ুব আলী খান ও তার স্ত্রী মুনমুন খান মুন্নি। গয়হাটা রোববার(২৪ মে) উপজেলার গয়হাটা ইউনিয়নের সিংজোড়া গ্রামে নিজ বাড়িতে ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তারা।
যাদুশিল্পী আইয়ুব আলী খান ও তার স্ত্রী মুন মুন খান মুন্নি এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, তিনি গত পাঁচ বছর যাবত গয়হাটা ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।
বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে সরকারের পাশাপাশি আমরা খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। আগামিতে আরো যারা কর্মহীন রয়েছেন তাদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
