
নাগরপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন পরিবারের শিশুদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ মে) উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম সদর ইউনিয়নের মায়েদের হাতে শিশুখাদ্য তুলে দিয়ে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর সিদ্দিকী জানান, উপজেলার ১২টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তালিকাভুক্ত ৬০০ শিশুর পরিবারের কাছে শিশুখাদ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
https://youtu.be/-ORTiSrvosQ
প্রতিটি প্যাকেটে রয়েছে ননীযুক্ত গুড়া দুধ, চিনি, নুডুলস, সুজি ও বিস্কুট।
