আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | রাত ১১:৪৬
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

নাগরপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহীন আর নেই

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মীর আহম্মেদ শাহিন আর নেই। রোববার(৩ মে) সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মীর আহম্মেদ শাহিন উপজেলার বলরামপুর গ্রামের মীর আবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মীর আহম্মেদ শাহিনের অকাল মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণন সম্পাদক মো. কুদরত আলী, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

উপজেলার বলরামপুরে মরহুমের গ্রামের বাড়িতে বাদ মাগরিব জানাযা নামাজ শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়